বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করা যায় না। তাই খুব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন চলছে। বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এসময় তিনি এ দাবি জানান।
বিজ্ঞাপন
বহুল প্রতীক্ষিত এ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ দিকে দুপুর পৌনে ৩টার দিকে সম্মেলনে ওলামা দলের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাফেজ আবু নোমান কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হলে বিকেল ৪টার দিকে তারেক রহমান বক্তব্য দেয়ার কথা রয়েছে।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেবেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে রাজিউর রহমান রাজিব।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

