শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

বর্শা নিক্ষেপে দেশসেরা সিরাজগঞ্জের মেয়ে তারিন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বর্শা নিক্ষেপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সিরাজগঞ্জের মেয়ে তারিন খাতুন। তার এই সাফল্যে আনন্দিত তার পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী।

তারিন জেলার কামারখন্দ উপজেলার চৌবাড়ি সাবের মেহেরুন বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ও পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার উত্তর বানিয়াগাঁতী গ্রামের জাহিদুল ইসলাম ও নীলুফা বেগম দম্পত্তির কন্যা। তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয় তারিন। 


বিজ্ঞাপন


জানা যায়, ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বর্শা নিক্ষেপে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান ও বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে তারিন। পরবর্তীতে গত রোববার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১১১.৫ মিটার দূরত্বে বর্শা পৌঁছে দিয়ে প্রথম স্থান অর্জন করে তারিন। 

তারিনের বাবা পেশায় একজন কৃষক। কৃষি কাজ করেই তিন সন্তানকে লেখাপড়া করানোর পাশাপাশি জীবিকা নির্বাহ করেন। মেয়ের এমন অর্জনে কথা বলতে বলতে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

এ সময় তারিনের বাবা জাহিদুল ইসলাম বলেন, অনেক কষ্ট করে সন্তানদের লেখাপড়া করাই। নিজে কষ্ট করলেও ওদের কষ্ট বুঝতে দেইনি কখনও। বড় মেয়ে তারিন অনেক ছোট থেকেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি খুব মনোযোগ ছিল। যার ফলশ্রুতিতে উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে বর্শা নিক্ষেপে কৃতিত্ব ধরে রেখে আমাদের মুখ উজ্জ্বল করেছে। সবার কাছে তারিনের জন্য দোয়া চাই। 

চৌবাড়ি সাবের মেহেরুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আকতার জানান, লেখাপড়াসহ খেলাধুলায় বেশ অভিজ্ঞ তারিন। তাঁর এই অর্জনে বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মচারী সবাই অনেক আনন্দিত। কৃতিত্বপূর্ণ অর্জনে আমরা তাঁর সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন