রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে যুবক আটক

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে যুবক আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র হাতে এক যুবক আটক হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার সীমান্তবর্তী মেইন পিলার নং-৪৪৩/২ এস এর ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় বাংলাদেশি নাগরিক শ্রী সুমন রায় (২৬)-কে আটক করে তেঁতুলিয়া কোম্পানি সদরের বিজিবি। গ্রেফতার হওয়া সুমন রায় ঠাকুরগাঁও জেলার ঢেলারহাট এলাকার শ্রী অরুণ রায়ের ছেলে।


বিজ্ঞাপন


একই দিন রাতে, ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতে থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মহানন্দা নদীতে পাথর শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে বিজিবির টহল দলকে সংবাদ দেন। পরে, অফিসার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিকে আটক করেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিকে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পাসপোর্ট ব্যতীত গত বছর ২০ নভেম্বর আটোয়ারী উপজেলার মির্জাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করার কথা স্বীকার করেন। আটকের সময় তার কাছে ভারতীয় ৫১৬০ (পাঁচ হাজার একশত ষাট) রুপি এবং একটি মোবাইল ফোন (রিয়েলমি) সহ কয়েকটি ভারতীয় সীম পাওয়া যায়। আটককৃত ব্যক্তিকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তেঁতুলিয়া বিজিবি কোম্পানি সদরের হাবিলদার জালাল উদ্দীন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাজার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির জানান, বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর