সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

রংপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

রংপুরের কাউনিয়ায় চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে সাজু মিয়া (২০) নামের এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।  


বিজ্ঞাপন


পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমসকুর গ্রামে পাঁচ বছরের এক কন্যা শিশুকে বাড়িতে একাকী পেয়ে চকলেটের লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় দোকানী সাজু মিয়া। এসময় শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত সাজু মিয়া মসজিদে জুম্মার নামাজ পড়তে যায়। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ঘটনাটি জানায়। 

এদিকে ধর্ষণ চেষ্টার বিষয়টি জানাজানি হলে সাজু মিয়া আত্মগোপন করে। এ ব্যাপারে ভুক্তভোগি শিশুর মা বাদী হয়ে ওই রাতে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ বলেন, ওই ঘটনায় শুক্রবার রাতেই মামলা রেকর্ড করা হয়েছে এবং শিশু টির জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর