বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় ২ আ. লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় দুই আ. লীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলু ও পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিঠু মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলু ও পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিঠু মোল্লা।

ওসি মো. খোরশেদ আলম বলেন, ‘আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক দুলু ও মিঠু মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।’ 

এছাড়া অন্য জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে ওসি জানান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর