মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় আহত শাওন মারা গেছে

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় আহত শাওন মারা গেছে

নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় আহত শাওন(১৭) নামে এক মাদরাসা শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। 


বিজ্ঞাপন


নিহত শাওন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহাম্মদপুর বড়বাড়ির সৌদি আরব প্রবাসী মোশাররফ হোসেনের ছেলে এবং স্থানীয় বীর আহাম্মদ পুর ডি ইউ দাখিল মাদরাসা দশম শ্রেণির ছাত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাওন গত ৯ ফেব্রুয়ারি বিকেলে মোটরসাইকেল চালিয়ে খিদিরপুর থেকে বাড়িতে আসতেছিল। মোটরসাইকেলটি ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের সাগরদি মিনা ল্যাবরেটরি স্কুলের কাছে আসার পর বিপরিত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় শাওন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। শাওনের অবস্থা গুরুতর থাকেয় চিকিৎসার জন্য ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে শনিবার দুপুরে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে মনোহরদী থানার ওসি মো. আব্দুল জব্বার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত শাওনের মৃত্যুর সংবাদ পেয়েছি। দুর্ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর