মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব ফেনসিডিল জব্দ করেন।


বিজ্ঞাপন


কয়লারমুখ চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মো. ইবনে মিজান জানান, শুক্রবার বিকেলে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো কাঠগুলো কয়লারমুখ চেকপোস্ট বিজিবি হেফাজতে রয়েছে।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ভারতীয় ফেনসিডিল উদ্ধারের বিষয়টি আমার অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর