মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২১ বছর ধরে কলা গাছের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

২১ বছর ধরে কলা গাছের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা

দীর্ঘ ২১ বছর ধরে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে নেত্রকোনার মদন উপজেলার বাগজান কুঠুরীকোনা মডেল হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়ের আয় না থাকায় সরকারি দফতরে যুগের পর যুগ ঘুরেও একটি শহীদ মিনারের বরাদ্দ পাওয়া যায়নি। তাই দিবসটির আগের দিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জানা গেছে, উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান ও কুঠুরীকোনা গ্রামের মধ্যে স্থানে ২০০৪ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ২০১৪ সালে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়। বর্তমানে ওই বিদ্যালয়ে ৩৫০ শিক্ষার্থী রয়েছে। কিন্তু বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পরেও একটি শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি। তাই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ২০ ফেব্রুয়ারি কলাগাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে।


বিজ্ঞাপন


বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী শাহানাজ, লামিয়া, রিয়া মনি  জানান, শহীদ মিনার নেই তাতে কী? তাই বলে কী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব না? আমরা প্রতি বছর কলাগাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই।

আরও পড়ুন

সোনারগাঁয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান জানান, গ্রামাঞ্চলে হওয়ার বিদ্যালয়ের আয় কম। তাই বিদ্যালয়ের টাকায় শহীদ মিনার তৈরি করা সম্ভব হয়নি। শহীদ মিনার তৈরি করতে সরকারি সংশ্লিষ্ট দফতরে বার বার যোগাযোগ করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। তাই শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কলাগাছ দিয়ে প্রতি বছর অস্থায়ী শহীদ মিনার তৈরি করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী জানান, যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে বলেছি ইউএনও স্যারের বরাবর আবেদন করার জন্য।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন, যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই তাদের তালিকা চেয়েছি। এসব  বিদ্যালয়গুলোতে শহীদ মিনার তৈরি করে দেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর