সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে গলায় ফাঁস নেওয়া অবস্থায় বুদারু রায় (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর নিতাইপাড়া গ্রামে তার লাশ পাওয়া যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নিখোঁজের ২২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার 

নিহত বুদারু ওই গ্রামের মৃত হরে কান্ত রায়ের ছেলে।

মৃত বুদারু রায়ের স্ত্রী ললিতা রানী রায় জানান, তার স্বামী শরীরচর্চা করতে প্রত্যেক দিন ভোররাতে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়িতে ফিরতে দেরি হলে তাকে অনেক খোঁজাখুঁজি পর মহাদেবপুর এলাকার বিজয়ের বাদামি গাছের ডালে রশি পেঁচানো অবস্থায় দেখতে পান।

তিনি আরও জানান, গলায় ফাঁস দিয়েছে কিনা, তা বলতে পারছি না।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘পরকীয়ার জেরেই মিলিকে হত্যা করা হয়’

খবর পেয়ে বীরগঞ্জ থানার এসআই সুমন দেবনাথসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বলেন, বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর