বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা লক্ষ করছি, একটি অদৃশ্য শক্তি দিনের আলোতে আমাদের হত্যা করতে চায়। দিনের আলোতেই থাবা মারতে চায়। যদি কোনো কারণে এই অদৃশ্য শক্তির কারণে নির্বাচন যদি না হয়। তাহলে আমরা যে কারণে আন্দোলন-সংগ্রাম করেছি সবকিছুই ব্যর্থ হবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর আউটার স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা বিএনপির সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, একটি সুদৃঢ় ঐক্য। সকল কালো থাবাকে, অদৃশ্য শক্তিকে রুখে দিতে পারবে। সেজন্য আমাদের কঠিন ঐক্যের প্রয়োজন। এ ঐক্যের মূল পয়েন্টে যিনি আছেন, তিনি হলেন তারেক রহমান। যিনি বিগত আন্দোলন-সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছেন। তাই জাতিকে কালো থাবা থেকে মুক্ত রাখতে; ঐক্যের বিকল্প নাই।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।