শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে অবৈধভাবে চাল প্রক্রিয়াজাত, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে অবৈধভাবে চাল প্রক্রিয়াজাত, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

চাঁদপুর শহরের পুরান বাজারে অবৈধভাবে চাল প্রক্রিয়াজত করা ‘চাঁদপুর এন্টারপ্রাইজ’ নামে একটি গোডাউনের সন্ধান পাওয়া গেছে। যার ফলে ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ওই বাজারের কাঠ পট্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।


বিজ্ঞাপন


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুরান বাজার একটি গোডাউনে অভিযান পরিচালনা করি। ওই গোডানে এসে দেখলাম তারা লোকাল চাল সংগ্রহ করে ‘চাষী ভাই’ নামে ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করার চেষ্টা করছে। আমরা ওইসব চাল জব্দ করেছি। ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে একমাসের কারাদণ্ড প্রদান করা হয়।  

তিনি বলেন, সামনে রমজান আসছে। কিছু অসাধু ব্যবাসয়ী এ ধরণের প্রতারণার আশ্রয় নিবে। সে জন্য ভবিষ্যতে এ ধরণের কাজ কেউ না করে তার জন্য সতর্কতা এবং যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।

স্থানীয়রা জানান, ‘চাঁদপুর এন্টারপ্রাইজ’ নামে এই প্রতিষ্ঠানের মালিক চাঁদপুর বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম। বর্তমানে এই ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন ম্যানেজার সঞ্জয় সরকার।

সঞ্জয় সরকার যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদে বলেন, অন্য ব্র্যান্ডের মোড়কে চাল প্রক্রিয়াজাত করার কাজ করা তার ঠিক হয়নি। তবে পুরান বাজারে এই ধরণের কাজ আরও কয়েকটি প্রতিষ্ঠানে হয় বলেন সঞ্জয়। তার এমন তথ্যে তাৎক্ষণিক যৌথবাহিনী সিরাজ খান নামে আরেক ব্যবসায়ীর আড়তে অভিযান চালায়। তবে সেখানে গিয়ে ওই ধরণের কোনো কার্যক্রমের সন্ধান মিলেনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর