নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আকিজ গ্রুপের রেডিমিক্স ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বাচল উপ-শহরের ১১ নম্বর সেক্টর এলাকায় ৩০০ ফুট সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী আরভী আক্তার ও ময়মনসিংহ সদর এলাকার আব্দুল করিমের ছেলে খাইরুল বাশার।
পূর্বাচল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, রাজধানীর কুড়িল এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ৩০০ ফুট সড়ক দিয়ে রূপগঞ্জের কাঞ্চনের উদ্দেশে যাচ্ছিল। দুপুর ১২টায় লেংটার মাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আকিজ গ্রুপের রেডিমিক্সের একটি ট্রাক ওভারটেক করার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী খাইরুল বাশার ও আরভী আক্তার নিহত হন। আহত হন অটোরিকশার চালকসহ তিন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে পুলিশ রেডিমিক্স ট্রাকটি জব্দসহ চালক ফখরুল ইসলাম ও হেলপার নাহিদুল ইসলামকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে