গাজীপুরের টঙ্গীতে ওষুধ তৈরির কারখানার বর্জিত মালামালের (ঝুট) ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়ায় পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের রঞ্জন (৩৫) নামে এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী বিসিকের আনোয়ার সিল্ক মোড়ে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
টঙ্গী শিল্প পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিসিক শিল্প এলাকায় অবস্থিত পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বর্জিত মালামালকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এই বিরোধকে কেন্দ্র করে গত দুই মাস ধরে কারখানাটির সামনে ধাওয়া-পাল্টাধাওয়া ককটেল বিস্ফোরণ ও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে কারখানার বর্জিত মালামাল ডেলিভারির সময় ফের সংঘর্ষের বাধে। এ সময় ১০-১২টি ককটেলের বিস্ফোরণ হয় এবং বেশ কয়েক রাউন্ড পিস্তল ও শর্টগানের ফাঁকা গুলি ছোড়া হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের সংঘর্ষে পার্শ্ববর্তী প্রতিষ্ঠান আনোয়ার সিল্কের নিরাপত্তাকর্মী রঞ্জু মিয়া (৩৫) ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হন। তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
টঙ্গী শিল্প পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রতিনিধি/টিবি

