বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

অনলাইন গেট পাসে চট্টগ্রাম বন্দরে কমবে যানজট, বাঁচবে সময়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪ এএম

শেয়ার করুন:

loading/img
অনলাইনে গেট ফি জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে বন্দর কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে নগদ টাকায় নির্ধারিত ফি জমা দিয়ে গেট পাস সংগ্রহ করে যানবাহন প্রবেশের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এর পরিবর্তে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে গেট ফি জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে বন্দর কর্তৃপক্ষ।

এর ফলে বন্দর এলাকায় ও বিমানবন্দর সড়কে যানজট কমার পাশাপাশি আর্থিক ও সময় অপচয় রোধ হবে, যা পুরো বন্দরের কার্যক্রমকে গতিশীল করবে বলে মনে করছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দরের চার নম্বর গেট এলাকায় অনলাইন গেট পাস সিস্টেম উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, ডিজিটাল গেট পাস একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটিতে অভ্যস্ত হয়ে গেলে কাজের গতি অনেক বাড়বে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের কোন গেটে কতটি গাড়ি প্রবেশ করেছে, তা হিসেব রাখা এখন সহজ হয়ে যাবে। আগে এমন তথ্যগুলো আমাদের কাছে ছিল না।

তিনি বলেন, অনলাইন গেট সিস্টেমে মোবাইল অ্যাপের ড্যাশবোর্ডে দেখা যায় চট্টগ্রাম বন্দরে কোন সময় গাড়ি প্রবেশ করছে। চালকরা তা দেখে যানজট না হয় মতো করে বন্দরে এসে দ্রুত তাদের কাজ সেরে চলে যেতে পারবেন। এতে বন্দরের পরিবহন বিভাগ আরও গতিশীল হবে।

এছাড়া অনলাইনে গেট পাস ইস্যুর ফলে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক যানজট বহুলাংশে কমে আসবে। বন্দরের অ্যাফিশিয়েন্সি বাড়বে। জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমে যাবে। কার্গো হ্যান্ডেলিং ফাস্ট হবে। তারপর কার্গো ও কনটেইনার হ্যান্ডেলিংয়ে গতি পাবে। তাই এ সার্ভিস সার্বক্ষণিক মেইনট্যানেন্সের জন্য একটি টিম কাজ করবে।

তবে নতুন এ সিস্টেম হওয়ায় চালকদের অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে এবং এ জন্য চালকদের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানান তিনি।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে দিনে প্রায় আট হাজার গাড়ি প্রবেশ করে। প্রতিটি গাড়ি গেট পাস সংগ্রহ করে বন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে হয়। আগে এ গেট পাস সংগ্রহের জন্য গাড়ির চালক বা সহকারীকে আগে নির্দিষ্ট অফিসে গিয়ে গেট পাস সংগ্রহ করতে হতো।

এখন ডিজিটাল গেট পাস অ্যাপ চালু হওয়ায় প্রতিটি গাড়ি ফি বাবদ অনলাইনে ৫৭ টাকা ৫০ পয়সা পরিশোধ করে বন্দরে প্রবেশ করতে পারবে। এতে প্রতিটি গাড়ির ১৫ থেকে ২০ মিনিট সময় বাঁচবে।

আইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর