সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিশালের হিজলায় পরিত্যক্ত রিভলভার উদ্ধার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

বরিশালের হিজলায় পরিত্যক্ত রিভলভার উদ্ধার

বরিশাল জেলার হিজলা উপজেলায় রাস্তার পাশ থেকে পরিত্যক্ত দেশীয় রিভলভার উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়ক থেকে এ রিভলভার উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


এ তথ্য নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

এর আগে সকালে কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী রিভলভারটি দেখতে পেয়ে পুলিশকে জানায়।

আরও পড়ুন

রোহিঙ্গা স্ত্রীকে ভোটার করতে গিয়ে ইউপি সদস্যের কারাদণ্ড

এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সকালে একটি রিভলভার দেখতে পায় এক কলেজছাত্র। এ খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ এসে রিভলভারটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দেশীয় রিভলভারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ রিভলভারটি কীভাবে ঘটনাস্থলে গেল, কার কাছে ছিল সে বিষয় জানতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর