সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে ৭ম জাতীয় কমডেকা, চলছে শেষ সময়ের প্রস্তুতি

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে ৭ম জাতীয় কমডেকা, চলছে শেষ সময়ের প্রস্তুতি

আগামীকাল সিরাজগঞ্জে যমুনা নদীর হার্ড পয়েন্টে শুরু হচ্ছে বাংলাদেশ স্কাউটসের সাত দিনব্যাপী ৭ম জাতীয় কমিউনিটি ডেভলপমেন্ট ক্যাম্প (কমডেকা)। এবারের কমডেকা উদ্বোধন করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কমডেকা সফল করতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২ এ বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত এই কমডেকা চলবে। এবারের কমডেকায় দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৫ হাজার স্কাউট সদস্য ও লিডারেরা অংশগ্রহণ করবে। সাত দিনব্যাপী কমডেকার বিভিন্ন অংশে উপস্থিত থাকবেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ স্কাউটসের নীতি-নির্ধারকরা।


বিজ্ঞাপন


কমডেকা সফল করতে ও অংশগ্রহণকারীদের বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নে ইতোমধ্যেই যমুনা নদীর হার্ডপয়েন্টে প্রশিক্ষণ কেন্দ্রে তাবু, মঞ্চ, স্যানিটেশন ব্যবস্থাসহ অস্থায়ী নানা স্থাপনা নির্মাণ করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি বিকেলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৭ম কমডেকা ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

Scout2

কমডেকায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করাসহ ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক নিয়োগ করা হয়েছে। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অগ্নিনির্বাপণ ও যেকোনো দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের একটি টিমকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

 

বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক নাসির উদ্দিন জানান, জাতীয় সদর দফতর এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন কমডেকা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবকিছু মনিটরিং করছে।

২০০১ সালে সিরাজগঞ্জে ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট সিরাজগঞ্জের এই হার্ডপয়েন্ট এলাকায় অনুষ্ঠিত হয়েছিল।

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর