বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক ছিলেন শেখ হাসিনা। তাই আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আগামী দিনেও রাজপথ থেকে কর্মসূচি সফল করার মধ্যদিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন।
নির্বাচন প্রসঙ্গ টেনে ফরহাদ হালিম ডোনার বলেন, অন্তর্বর্তী সরকারকে বলব দ্রুত নির্বাচন দিন। সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। আর সংস্কারের কথা যদি বলেন, অতীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সংস্কার করেছেন। আর ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে সংস্কার হবে।
বিজ্ঞাপন
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ এবং সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা।
প্রতিনিধি/এসএস