রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৬ এএম

শেয়ার করুন:

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

বরগুনা পৌর শহরে স্ত্রীর পেটে ছুরি দিয়ে আঘাত করে হত‌্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন মো. আবুল কালাম নামে এক ব্যক্তি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের কলেজ রোড এলাকায় ভাড়া বাসায় এমন হত্যাকাণ্ড ঘটে। পরে ওই ব্যক্তি বরগুনা সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।


বিজ্ঞাপন


আত্মসমর্পণ করা ব্যক্তির নাম আবুল কালাম। তিনি সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের রক্ষাচণ্ডী গ্রা‌মের আ. করিমের ছেলে। 

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। তার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমাদের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে সঠিকভাবে বিশ্লেষণ করা যাবে কেন হত্যাকাণ্ডটি ঘটেছে।

বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠানো হয়েছে। আবুল কালামকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর