বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

হত্যাচেষ্টা মামলায় বগুড়ার শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ইয়াসিন উল কবির বকুলকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দাখিল মাদরাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


তিনি বগুড়া শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ফুলতলা গ্রামের বাসিন্দা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২ নভেম্বর শেরপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি ছিলেন ইয়াসিন উল কবির বকুল।

গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর