সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইলে বিএনপির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক মনিরুল, সাংগঠনিক সম্পাদক বাবু

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক মনিরুল, সাংগঠনিক সম্পাদক
সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু।

নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী মণ্ডল পেয়েছেন ২৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার রিজভী জর্জ পেয়েছেন ২৩৮ ভোট।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার ইজাজুল হাসান বাবু ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মাহবুব মুর্শেদ জাপল পেয়েছেন ২৩৮ ভোট এবং মো.টিপু সুলতান ১২৪ ভোট পেয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দ্বিবার্ষিক সম্মেলনের ফলাফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান।

এর আগে রোববার বেলা ১১টায় নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

আরও পড়ুন

সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি: মির্জা আব্বাস

এছাড়া আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপির সভাপতি, সম্পাদকরা।


বিজ্ঞাপন


সম্মেলন শেষে দ্বিতীয় ধাপে দুপুর ২টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা কমিটি নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এতে জেলার মোট ৪টি থানা ও ৩টি পৌরসভার মোট ৭টি ইউনিটের ৭০৭ জন ভোটারের মধ্যে ৬৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

এ কাউন্সিলে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক এই তিন পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার) ও মো. জুলফিকার আলী (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম (দেয়াল ঘড়ি), শাহরিয়ার রিজভী জর্জ (আনারস), অ্যাডভোকেট কামরুল হাসান (ছাতা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার ইজাজুল হাসান বাবু (মাছ), মো. টিপু সুলতান (গোলাপ ফুল), অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাগল (তালা) প্রতীকে প্রতিদ্বন্দিতা করেন। 

জেলা কমিটির নির্বাচন পরিচালনা করছেন অ্যাড. গোলাম মোহাম্মদ, অ্যাড. আব্দুল হক, অ্যাড. মো. আলমগির মিয়া ও অ্যাড. তারিকুজামান লিটু।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর