গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আব্দুল হালিম মণ্ডল (৫০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্ত্রী চায়না বেগমের সঙ্গে পারিবারিক ঝগড়া-বিবাদের অভিমানে তিনি বিষপান করেছে বলে জানিয়েছেন স্বজনরা।
বিজ্ঞাপন
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হালিম মণ্ডল কিশামত শেরপুর গ্রামের সাখাওয়াত জামান মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল হালিম মণ্ডল শেরপুর নতুন বাজারে মুদির দোকান দিয়ে ব্যবসা করতেন। সম্প্রতি তার স্ত্রী চায়না বেগমের সঙ্গে ঝগড়া হয়। এতে অভিমানে রোববার সকালে সবার অজান্তে নিজের দোকানে তিনি বিষপান করেন। ঘটনার টের পেয়ে স্বজনরা প্রথমে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর হাসপাতালে নেওয়ার পথে হালিম মিয়া মারা যায়।
বিজ্ঞাপন
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে হালিম মণ্ডল নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতিনিধি/এসএস

