বগুড়ায় আবাসিক হোটেলের ব্যবস্থাপক বিপুল হত্যার প্রধান আসামি জুম্মান কসাইকে (৪১) গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে শনিবার সন্ধ্যায় শহরের চকযাদু রোডে সেলিম হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ১৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বগুড়া শহরতলীর মাটিডালি বিমান মোড় এলাকায় সানসাইন আবাসিক হোটেলের ব্যবস্থাপক বিপুল মিয়াকে (৪২) ছুরিকাঘাত করে জুম্মান কসাইসহ কয়েজন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ৯টার দিকে বিপুল মারা যান।
নিহত বিপুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরের মাটিডালি এলাকায় পরিবার নিয়ে বসবাস করে সানসাইন আবাসিক হোটেলে ব্যবস্থাপক পদে চাকরি করতেন। চাঁদা দাবি করে না পেয়ে বিপুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুম্মান কসাই র্যাবকে জানিয়েছে। তাকে রোববার বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

