বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত দুপুর ১২টায়

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ এএম

শেয়ার করুন:

loading/img

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ রোববার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) ড. নাজমুল করিম খান শনিবার বিশ্ব ইজতেমা ময়দানের ২নং গেটের ভেতরে বিদেশি খিত্তার সামনে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।


বিজ্ঞাপন


জিএমপি কমিশনার বলেন, সব ঠিক থাকলে রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাত হবে। মোনাজাতের সময় যান চলাচল সচল রাখার চেষ্টা করা হবে।

তিনি বলেন, গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমের যে আইডি থেকে ইজতেমায় হামলা হতে পারে বলে গুজব ছড়ানো হয়েছিল, সেই আইডির মালিককে ইতোমধ্যে নিরাপত্তা হেফাজতে আনা হয়েছে। তার সাথে কথা বলা হচ্ছে। পরবর্তী সময় আটক বা গ্রেফতার করার দরকার হলে করা হবে।

ইজতেমার পরিবেশ ভালো উল্লেখ করে তিনি বলেন, আমাদের সব ধরণের ব্যবস্থা আছে। তিনি আরও বলেন, সাদপন্থীদের এবারের ইজতেমায় ৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র‍্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, সার্ভিল্যান্স টিম, রুপটফ, ৩৫টি বাইনুকোলার, ২০টি চেকপোস্ট ও ৩৫টি মোবাইল টিম কাজ করছে। হকার উচ্ছেদের জন্য পুলিশ-ম্যাজিস্ট্রেট কাজ করছে।

বোম ডিস্পোজাল ইউনিটসহ সকল ধরণের আয়োজন সম্পন্ন উল্লেখ করে তিনি বলেন, অনুমতি ছাড়া কেউ ড্রোন ওড়াতে পরাবে না, ড্রোন সার্ভিল্যান্স কাজ চলছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও মোতায়েন আছে বলে জানান পুলিশ কমিশনার।


বিজ্ঞাপন


এ সময় ইজতেমার আয়োজক সাদপন্থীদের পক্ষে কাকরাইলের শূরা সদস্য মাওলানা ওয়াসিফুল ইসলামের ছেলে মাওলানা ওসামা ইসলাম, হাজী মনির ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন।

এছাড়াও জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এ এনএম নাসিরুদ্দিনসহ পুলিশ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন