মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম

শেয়ার করুন:

কক্সবাজার সড়কে একদিনে নিহত ৪

রাজবাড়ীর পাংশায় ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে ইমারত (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সুমাইয়াকে (১৮) নামের একজন আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ইসরাত পাংশা উপজেলার সুজানগরের বাসিন্দা দুলাল মাস্টারের ছোট মেয়ে ও আহত সুমাইয়া বড় মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাংশা মৈাশালা বাসস্টান্ড থেকে ভ্যানে করে ইমারত (নিহত) ও সুমাইয়া (আহত) বাসায় ফিরছিল। এ সময় রাজবাড়ীর দিক থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী প্রাইভেট কার পিছন থেকে ভ্যানে ধাক্কা দিলে তারা ছিটকে পরে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার ডাক্তার তানসু শোমা বলেন, হাসপাতালে আনার আগেই মারা যায় ইমরাত। এ ঘটনায় আহত সুমাইয়া ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়ছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর