রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা পাপ্পু গ্রেফতার

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

অপারেশন ডেভিল হান্টের অভিযানে সিরাজদিখান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুরের অভিযোগে।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রশুনিয়া গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, সিরাজদিখান থানা ও সহকারি পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুরের ঘটনায় উস্কানিদাতা হিসেবে চিহ্নিত হওয়ার পর উপজেলার রশুনিয়া গ্রামে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুকে গ্রেপতার করে পুলিশ।

প্রসঙ্গত: গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টার দিকে নিখোঁজ অটোরিকশা চালক ও স্কুল ছাত্র রোমান শেখের (১৫) সন্ধান চেয়ে মানববন্ধন শেষে মিছিল থেকে সিরাজদিখান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই সিরাজদিখান থানায় পুলিশ বাদী হয় ৬০ জনকে আসামী করে মামলা দায়ের করে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন