বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর শহরের মামা গিফট কর্নারে ভাঙচুর করে তৌহিদী জনতা।
বিজ্ঞাপন
অপরদিকে, ভালোবাসা দিবস ও বেহায়াপনা বন্ধে পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্টে বিক্ষোভ করা হয়েছে। এসময় ‘ভালবাসা দিবস, ভালবাসা দিবস চলবে না, চলবে না’ প্রেমিক-প্রেমিকার গালে গালে, জুতা মারো তালে তালে, বেহায়াপনা চলবে না বলে নানা ধরনের স্লোগান দেয় তৌহিদী জনতা।
এ ঘটনায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে একজনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।
বিজ্ঞাপন
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, উপজেলা পৌর শহরের বিভিন্ন ফুলের দোকান ও রেস্টুরেন্টগুলো বেহায়াপনা বন্ধে গত শুক্রবার সন্ধ্যায় নানা স্লোগান দিয়ে ফুলের দোকানে ভাঙচুর চালায় এবং বিক্ষোভ করে তৌহিদী জনতা। পরে অস্থিতিশীল পরিস্থিতির কারণে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভূঞাপুর উদীচীর উদ্যোগে বসন্ত বরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান জানায়, ভালবাসা দিবসের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বসন্ত বরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বসন্ত বরণ অনুষ্ঠান করা হবে।
প্রতিনিধি/এসএস