সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোর চিনিকলের আখ মাড়াই সমাপ্ত: দীর্ঘ বছর পর লক্ষ্যমাত্রা অর্জন

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

নাটোর চিনিকলের আখ মাড়াই সমাপ্ত: দীর্ঘ বছর পর লক্ষ্যমাত্রা অর্জন

নাটোর চিনিকলের ৪১তম ২০২৪-২০২৫ আখ মাড়াই মৌসুম সমাপ্ত ঘটেছে। দীর্ঘ অনেক বছর পর আখ মাড়াই ও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) আখ মাড়াই কার্যক্রম সমাপ্ত ঘটে।


বিজ্ঞাপন


চিনিকল সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ আখ মৌসুমে ৬০ কার্যদিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু হয়।

লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১৪ দিন বেশি করে ৭৪ কার্যদিবসে ১ লাখ ৭ হাজার ৯৯ মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ১৪৯ মেট্রিক টন চিনি উৎপাদন করে। এবং চিনি আহরণের ৫.৭০ লক্ষ্যমাত্রা নিয়ে অর্জিত হয় ৫.৯০।

এর আগে গত (২৯ নভেম্বর) শুক্রবার বিকেলে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর চিনিকলের কেইনে ক্রেরিয়ার ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উপসচিব পরিচালক (অর্থ) মো. আবুল কালাম আজাদ।

আরও পড়ুন

মোংলা বন্দরে খালাস হচ্ছে আর্জেন্টিনা থেকে আসা গমের চালান

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান ঢাকা মেইলকে বলেন, দীর্ঘ অনেক বছর পর নাটোর চিনিকল আখ মাড়াই ও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। সময় মতো চাষিদের সার, বীজ, ঋণ সহায়তা এবং আখের মূল্য দ্রুত পরিশোধ করায় লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। আগামীতে চাষিদের আখ চাষে উদ্বুদ্ধ এ কার্যক্রম চলমান থাকবে। ফলে চাষিরা দিনে দিনে আখ চাষে আগ্রহী হচ্ছেন এবং আখ চাষ বাড়ছে।

উল্লেখ্য, গত ২০২৩-২৪ মৌসুমে ৫৪ কার্যদিবস নিয়ে ৭৮ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ৫২ কার্যদিবসে চিনিকল ৪ হাজার ৮৫০ মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ২১৪ মেট্রিক টন চিনি উৎপাদন করে নাটোর চিনিকল।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর