মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভোলায় সুপারি বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের একদিন পর সুপারি বাগান থেকে মমিন নামের ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দেউলা ইউনিয়নের ২ নন্বর ওয়ার্ডের একটি সুপারি বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত শিশুটি ওই ওয়ার্ডের মো. মহিউদ্দিন মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটি খেলা করতে ঘরের বাহিরে গিয়ে আর ঘরে ফিরে আসেনি। পরিবারের সকল সদস্যরা সম্ভব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথায়ও তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় মাইকিং করেন। পরে আজ সকালে স্থানীয়রা পাশের একটি সুপারি বাগানে তার মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে সুরতহাল প্রতিবেদন অনুযায়ী এটিকে হত্যা বলে মনে হচ্ছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন