মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ঢাকা মেইল ডেস্ক, জয়পুরহাট
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্ট শুরু

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দীর্ঘদিন পর জয়পুরহাট চিনিকল মাঠে এ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। 


বিজ্ঞাপন


এসময় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান,  জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম সিদ্দিক,  জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান,  ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্টের আহ্বায়ক শামস মতিন উপস্থিত ছিলেন। 

এসময় অতিথিরা  বলেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোরদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে।

এবার ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্টে  ৬  টি দল অংশগ্রহণ করছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর