মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০ পিএম

শেয়ার করুন:

মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায়  হিমেল(১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের শেখের বাজারের কাছে এই দুর্ঘটনায় ঘটে।


বিজ্ঞাপন


নিহত হিমেল উপজেলার গোতাশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার হিমেল তার বন্ধু রোমান মিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে শেখের বাজার হতে নিজ বাড়ি কোনাবাড়িতে যাওয়ার সময় শেখের বাজার থেকে কিছুদূর যেতেই বিপরিত দিক থেকে আসা গাছ ভর্তি লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল নিয়ে হিমেল ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন মনোহরদী উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মনোহরদী থানার ওসি আব্দুল জাব্বার জাননা, নিহতের পিতার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত্য ছাড়াই পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর