শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

আগামী নির্বাচনে আ.লীগকে অংশ নিতে দেওয়া হবে না: হাবিব উন নবী খান

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না। চলতি বছরের শেষের দিকে নির্বাচন না দিলে অন্তবর্তী  সরকার ভুল করবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের সরিষাবাড়ীতে রেলওয়ে স্টেশন মাঠে উপজেলা বিএনপি দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


হাবিব উন নবী খান সোহেল বলেন, শেখ পরিবার দুর্নীতির শীর্ষে রয়েছে। শেখ হাসিনা দেশের ভোটের ব্যবস্থা কে ধ্বংস করেছে। অন্তবর্তী সরকার নির্বাচন দিয়েও দেশের সংস্কার কার্যক্রম করতে পারবে।

সরিষাবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন আহমেদের  সভাপতিত্বে দ্বি বার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সহ আরও অনেকে। 

৬ বছর পরে সরিষাবাড়ী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আজিম উদ্দিন আহমেদ সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর