মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম

শেয়ার করুন:

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা জাবেদ আহমেদ।

ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রংপুর মেডিকেল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাবেদ আহমেদ নগরীর খামার পাড়ার আব্দুল্লাহর ছেলে। ৫ আগস্টের পর সে আত্মগোপনে ছিল।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

আতাউর রহমান বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী করা এক মামলায় তাকে নগরীর মেডিকেল মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে থানা হাজতে রয়েছে। আগামীকাল বুধবার কোর্টে প্রেরণ করা হবে।

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর