বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

 শেরপুরে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি,  শেরপুর
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

শেরপুরের নালিতাবাড়ীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশু নিহত হয়েছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গৌবিন্দনগর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম কাউসার (৬)।


বিজ্ঞাপন


নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। 

শিশু কাউছার একই গ্রামের জাকির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিজ বাড়ির পাশেই কাঁচা রাস্তায় খেলছিল কাউছার। একই সড়কে চলাচল করা মাটিভর্তি ট্রাক্টর শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় কাউছার। টের পেয়ে চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, টাক্ট্রর চাপায় শিশু মারা গেছেন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর