রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

থানা ফটকে টিকটক: আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

থানা ফটকে টিকটক: আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

নাটোরের বড়াইগ্রাম থানার মূল ফটকের সামনে টিকটক করার অপরাধে আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার উত্তরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার শিউলি খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া এলাকার মামুনুর রশীদের স্ত্রী।

আরও পড়ুন

পুলিশ পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

জানা গেছে, সোমবার দুপুরে বড়াইগ্রাম থানার মূল ফটকে নাচের একটি টিকটক ভিডিও ধারণ করেন আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে প্রকাশ করলে দ্রুত ভিডিওটি ভাইরাল হয়। এরপর শুরু হয় নানা আলোচনা-সমালোচনার। পরে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।

বড়াইগ্রাম থানা পুলিশের কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঢাকা মেইলকে নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর