সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শামীম ওসমানের বিলাসবহুল বাড়ি এখন কুকুর, বিড়াল আর মশার আস্তানা

ইউসুফ আল আজিজ, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

শামীম ওসমানের বিলাসবহুল বাড়ি এখন কুকুর, বিড়াল আর মশার আস্তানা
শামীম ওসমানের বিলাসবহুল বাড়ি। ছবি: কোলাজ

নারায়ণগঞ্জে পালিয়ে যাওয়া গডফাদার শামীম ওসমানের একসময়কার আলিশান জাঁকজমকপূর্ণ বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিলাসবহুল বাড়িটি কুকুর, বিড়াল আর মশার আস্তানায় পরিণত হয়েছে। ইদুর মরে পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যান শামীম ওসমান ও তার পরিবার। ওই দিন এবং পরের দিন ৬ আগস্ট শহরের জামতলা এমপি গলির বাসভবন ডুপ্লেক্স বাড়িটি হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয় ক্ষুব্ধ জনতার হাতে।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের জামতলা এলাকার শামীম ওসমানের বাড়িতে দেখা যায়, ভাঙচুর-অগ্নিসংযোগের পাশাপাশি বাথরুমের হাইকমোড থেকে শুরু করে বিদ্যুতের তার পর্যন্ত নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাড়ির আসবাবপত্র বলতে কিছুই নেই। আশপাশ এলাকার মানুষজন এখনো এসে ভিড় করছেন ধ্বংসস্তূপ দেখার জন্য।


বিজ্ঞাপন


রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাসভবনটি বুধবার রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার পর নারায়ণগঞ্জের মানুষের কাছে নতুন করে আলোচনায় আসে শামীম ওসমানের একসময়ের বিলাসবহুল, বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত বাড়ির কথা।

জামতলা এলাকার নৈশপ্রহরী জানান, একসময়কার জাঁকঝমকপূর্ণ বাড়িটি এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। কুকুর, বিড়াল আর মশার আস্তানায় পরিণত হয়েছে। ইদুরের চিকা মরে দুর্গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দা এমরান লতিফ জানান, মানুষের প্রতি অনেক জুলুম করেছেন শামীম ওসমান ও তার দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মানুষের ক্ষোভ থেকে তার বিলাসবহুল বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা একটা নজির।

চাষাড়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী জানান, শামীম ওসমানের বাড়িটি একটা জলন্ত দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে—মানুষের প্রতি অত্যাচার করলে শুধু পালিয়ে যেতে হয়, তা নয়, বসতবাড়ির নিশানাও হারাতে হয়।


বিজ্ঞাপন


স্থানীয় বাসিন্দারা জানান, শামীম ওসমানের জামতলা বিলাসবহুল বাড়ি থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতো। জনরোষে তিনি পালিয়ে যাওয়ার পর মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডের আস্তানা হিসেবে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত করে।

এদিকে, শামীম ওসমান পরিবারের পৈত্রিক বাড়িটি (দাদার বাড়ি) বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে জনতা। গত ৬ ফেব্রুয়ারি শামীম ওসমানের দাদার বাড়ি, শহরের চাষাড়া বায়তুল আমান ভবন, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ক্ষুব্ধ জনতা।

বায়তুল আমান ভবন, যেটি ৫২-এর ভাষা আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত, তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ভবনটি বাংলার ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অনস্বীকার্য স্থান।

নেতাজী সুভাষচন্দ্রের স্মৃতি এই বাড়িতে ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মিটিং হতো এই বাড়িতে। এই বাড়ির কর্তা ব্রিটিশদের "খান সাহেব বাহাদুর" খেতাব বর্জন করেছিলেন। নারায়ণগঞ্জে ১৯৪৬ সালে ঝুলন যাত্রাকে কেন্দ্র করে তৈরি দাঙ্গা নিরসন হয় এই বাড়িতে। ৫২-এর ভাষা আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এই বায়তুল আমান।

৫২-এর ভাষা আন্দোলনের সময় এই ভবনেই ছিলো বাঙালির গর্বিত সংগ্রামের প্রথম পদক্ষেপ। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত, বায়তুল আমান ভবন বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর