সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম কলেজ) শহীদ মিনারে এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
সভায় জানানো হয়, গরীব শাহ সড়কে নির্মিত শহীদ মিনার সাদা কাপড়ে ঢেকে রাখা হবে। শহীদ মিনারের সাজসজ্জায় ’৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা ও ’২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের চেতনার প্রতীকী রূপায়ন থাকবে। একই সাথে টাউন হল মাঠে বই মেলা, মুন্সী মেহেরুল্লাহ হলে আলোচনা সভার আয়োজন করা হবে।
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার জিয়া উদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকতা এসএম শাহীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টুসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
প্রতিনিধি/এফএ

