সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পূর্বধলায় ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

পূর্বধলায় ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার

নেত্রকোনার পূর্বধলা থেকে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহ শহর ও পূর্বধলা উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন (৪২), সাবেক সহ-সভাপতি সায়েম এম রিয়াদ (২৩), উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজিবর (৪৪) ও উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসমত উল্লাহ (৩৫)।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে ময়মনসিংহ শহরের একটি বাসা থেকে ছাত্রলীগ নেতা সায়েম এম রিয়াদ ও যুবলীগ নেতা মিজানুর রহমান মজিবরকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। একই রাতে পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসমত উল্লাহকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ। 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, ওই ৪ জন সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক আইনের মামলার আসামি। আজ সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর