সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

এ দেশে রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী দল হতে হবে: ভিপি নূর

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে দেশপ্রেমিক ও বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর। তিনি বলেন, ‘কেউ ভারতের গোলাম, কেউ পাকিস্তানের, কেউ মার্কিন পন্থী, আবার কেউ চীনপন্থী হয়ে দেশকে ঝুঁকিতে ফেলেছে। কিন্তু আমরা বারবার বলছি, এভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকিতে ফেলা যাবে না। বাংলাদেশী মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই রাজনীতি করতে হবে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ভিপি নূর আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট রাজনৈতিক দল’ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা সরকারকে বলেছিলাম, ফ্যাসিস্ট ও গণহত্যাকারী এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে। না হলে আগামীর বাংলাদেশেও এমন খুনি স্বৈরাচার তৈরি হবে। আমরা আর রক্তমাখা রাজপথ দেখতে চাই না। এ দেশে ফ্যাসিবাদের চিরতরে বিলোপ ঘটুক। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। নিরীহ নেতাকর্মীরা চাইলে নতুন নামে রাজনীতি করুক।’

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর প্রসঙ্গে ভিপি নূর বলেন, ‘এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ ধরনের অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যেন কোনো নিরীহ মানুষ ক্ষতির শিকার না হয়।’

ভিপি নূর তার বক্তব্যে পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জ যাওয়ার বাসভাড়া ৩০ টাকা থেকে ৫০ টাকায় বৃদ্ধি ও স্থানীয় বালু উত্তোলন নিয়ে নতুন সিন্ডিকেট গঠনের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ‘বিনা অনুমতিতে অভিযুক্তদের বালু উত্তোলনের টেন্ডার দেওয়া হয়েছে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন, তারা বেশি দূর যেতে পারবেন না। আওয়ামী লীগের নির্মম পতন সবার জন্য সতর্কবার্তা।’

পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মুখপাত্র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব আকন্দ মোহাম্মদ উজ্জ্বল প্রমুখ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন