বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফেনীতে ‘চব্বিশের বন্যা’ বইয়ের মোড়ক উন্মোচন

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

ফেনী তথা দেশের পূর্বাঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যা নিয়ে প্রকাশিত প্রথম বই তরুণ লেখক ও সংগঠক নজরুল বিন মাহমুদুলের লেখা ‘চব্বিশের বন্যা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ফেনী শহরের পিটিআই স্কুল মাঠে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জুলফিকার জাহেদীর প্রথম উপন্যাস ‘অক্ষরের ফাঁদ’ 

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসুস শূরার সদস্য ও ফেনী জেলার সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, প্রথম আলো ফেনী জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এন এন জীবন ও প্রধান কবি মঞ্জুর তাজিম।

thumbnail_52

কবি ও লেখক সুমন ইসলামের উপস্থাপনায় বক্তব্য দেন, বইনামা প্রকাশনীর স্বত্বাধিকারী সাংবাদিক রাশেদুল হাসান।


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন কবি ও লেখক ইকবাল আলম, সোনাগাজী সিটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আকবর হোসেন, ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবারের পক্ষ থেকে ওসমান গণি রাসেল ও পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ। পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সংগঠক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর