বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈশ্বরগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত ৩ নেতাকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।


বিজ্ঞাপন


এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান আকন্দ রানা (৫৪), উপজেলার সরিষা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন (৫০) ও ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সদস্য মাহফুজুল ইসলাম সুজন (৩৮)।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর