নীলফামারী জেলার সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ভুট্টা ক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদ।
বিজ্ঞাপন
জহুরুল ইসলাম (৪৫) গোড়গ্রাম ইউনিয়নের কীর্তনিয়া পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি কাঠ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
এ বিষয়ে ওসি এম আর সাইদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এমইউ