নরসিংদী আদালত প্রাঙ্গণে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় আদালতে আনা আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের ওপর হামলা ও বিক্ষোভ মিছিল করা হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হওয়া জেলার বিভিন্ন উপজেলার ১০ ছাত্রলীগ নেতার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে সকাল হতে আদালত প্রাঙ্গণে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান এবং আদালতে প্রবেশ করানোর সময় কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের বাধা উপেক্ষা করে মারধর করা হয়। পরে আদালত প্রাঙ্গণে থাকা শেখ মুজিবের ম্যুরালটি ভাঙচুর করা হয়।
পরে আসামি ছাত্রলীগ নেতাদের দ্রুত আদালতের হাজতখানায় নেওয়া হয়। আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পরে দুপুর দেড়টার দিকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হওয়া ১০ ছাত্রলীগ নেতাকে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজি এর আদালতে তোলা হয়। এ সময় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামিদের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নরসিংদী আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন জানান, গ্রেফতর ব্যক্তিদের আদালতে তোলার সময় আগে থেকেই অবস্থান নেওয়া ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দেয় এবং আসামিদের ওপর হামলার চেষ্টা করলেও পুলিশী নিরাপত্তায় পারেনি। বিজ্ঞ আদালত আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রতিনিধি/ এজে