জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা দাবি করেছে- ফেনীতে কোনো সমন্বয় নেই। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে এমন দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা কমিটি।
আধাঘণ্টা ব্যাপী মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা দাবি করেন- এক শ্রেণির ছাত্র সমন্বয়ক নামধারী সিন্ডিকেটের অপকর্ম ও চাঁদাবাজি সকল কমিটিতে আধিপত্য বিস্তার আহতদের চিকিৎসায় অবহেলা, শহীদ পরিবারের প্রতি অবহেলা এবং হত্যা মামলার আসামিদের ছেড়ে দেওয়াসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নেতাকর্মীদের গ্রেফতার করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছে বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা শাখা।
বিজ্ঞাপন
তাহমিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি আজিজ উল্লাহ, জামাল হোসেন, বদরুদ্দোজা নোবেল, নাঈম, আবু জাফর ইকবাল, ছালেহ উদ্দিন, ফরহাদ হোসেন, সৌরভ হোসেন।
রেজওয়ানুল ইসলাম দাবি করেন- ৫ আগস্ট এর পর তার পূর্ববর্তী যে ছাত্র সমন্বয়ক কমিটি ছিল, সেটি বাতিল করা হয়েছে। কেন্দ্র থেকে এখনো কোনো কমিটি দেওয়া হয়নি। কোনো সমন্বয়ক কমিটি গঠন করা হয়নি। এখন যারা বিভিন্ন জায়গায় ছাত্র সমন্বয়ক দাবি করছেন তারা সকলেই ভুয়া।
সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, ইতিপূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম পরিচয় করে অপকর্ম করায় ওমর ফারুক শুভকে গ্রেফতার করা হয়েছে। এখন ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে আব্দুল কাইয়ুম সোহাগ, রবিন বিভিন্ন জায়গায় অপকর্ম করে বেড়াচ্ছে। তারা কেউ ছাত্র সমন্বয়ক নয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়- ছাত্র সমন্বয়কের নাম করে যারা মেডিকেল বোর্ড গঠন করেছিল। সেই মেডিকেল বোর্ডে প্রকৃত আহতরা যুক্ত হতে পারেনি। যাদের নাম মেডিকেল বোর্ডের যুক্ত হয়েছে তাদের অনেকেই বৈষম্যবিরোধী আন্দোলনভুক্ত হয়নি। সবগুলো জায়গায় মনের খাতায় ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় কেউ কমিটির দাবি করে ছাত্র সমন্বয়ক পরিচয় দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গণমাধ্যম কর্মীদের কাছে সহায়তা চেয়েছেন। পূর্ণাঙ্গ কমিটি হওয়া পর্যন্ত কাউকে ছাত্র সমন্বয়ক পরিচয় থেকে বিরত থাকতে বলা হয়েছে। আজ ৩২ থেকে ৩৬ রুখে দাও কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
তারা বলেন, ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে অপকর্মের জন্য আজ ২৪ এর বিপ্লবীরা লজ্জিত। মামলা বাণিজ্যের মতো ঘৃণিত কাজ করাই একজন এখনো জেলে। আজকে এখান থেকে বলে দিতে চাই- ভবিষ্যতে আমার শহীদ ভাই এবং আহত ভাইদের রক্তের সাথে যে বা যারাই বেঈমানি করার চেষ্টা অচিরেই তাদের বিরুদ্ধে বিপ্লবীরা দাঁড়িয়ে যাবে।
সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত নিহতদের স্বজন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে

