১৪৪৬ হিজরি ও ২০২৫ খ্রি. সালের পবিত্র রমজান মাসের গাইবান্ধা জেলার জন্য সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গাইবান্ধা জেলা ইসলামি ফাউন্ডেশন কার্যালয় থেকে একপত্রের মাধ্যমে এ সময়সূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
এইপত্রে গাইবান্ধা জেলা ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলামসহ জেলার বিভিন্ন মসজিদের খতিব ও মাদরাসার শিক্ষকরা স্বাক্ষর করেছেন। নিম্নে ঘোষণাপত্র যুক্ত করা হলো।

গাইবান্ধা জেলা ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলাম বলেন, এই সময়সূচি পহেলা রমজান চাঁদ দেখার উপর নির্ভরশীল। সতর্কতামূলক সাহরির শেষ সময়ের ৫ মিনিট আগে সাইরেন বাজানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
প্রতিনিধি/ এজে

