ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ক্যাম্পাসে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে হাতুড়ি-শাবল দিয়ে ম্যুরাল ভাঙচুর করা হয়।
এর আগে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ক্যাম্পাস ঘুরে দক্ষিণ দিকের ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এরপর সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি-শাবল দিয়ে ভেঙে ফেলা হয়।
বিজ্ঞাপন
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী বাইজিদুর রহমান সিয়াম, বোরহান উদ্দিন, মুহাইমিনুল আজবিন, আতিকুল আলম শান্ত প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী বাইজিদুর রহমান সিয়াম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মুজিববাদী কোনো স্থাপনার ঠাঁই হবে না। যত জায়গায় এসব ম্যুরাল রয়েছে বা মুজিববাদের চিহ্ন রয়েছে সবগুলো একে একে উচ্ছেদ করা হবে।
প্রতিনিধি/এমআর