সম্প্রতি শরীয়তপুর সিভিল সার্জন অফিসে নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
দুদক জানায়, নুসরাত জাহান নামে এক পরীক্ষার্থী যে ওয়ার্ড থেকে পরীক্ষায় উত্তীর্ণ সেখানে আরও ৭ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় নুসরাত জাহান থেকে বেশি নম্বর পেলেও ভাইবায় সবাই ফেইল করেছেন।
তার স্বামীও একই ডিপার্টমেন্ট চাকরিরত রয়েছেন। তিনি তার পিতার ঠিকানা ব্যবহার করে চাকরিতে আবেদন করেছেন। এই অনিয়ম এর বিষয়ে বিস্তারিত কমিশনে প্রেরণ করা হবে। এছাড়া সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষক ও স্টোর কিপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুদক।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন মাদারীপুর অঞ্চলের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, সম্প্রতি একটি চাকরি পরীক্ষায় নুসরাত জাহান নামের এক পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় নম্বর কম পেয়েও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যেখানে আরও ৭ জন তার চেয়ে বেশি নম্বর পেয়েছিলেন। এবং তার স্বামীও একই ডিপার্টমেন্টে চাকরিরত রয়েছেন।
আরও কিছু অনিয়মের অভিযোগ রয়েছে সেগুলোর প্রত্যেকটা পর্যালোচনা করে। পরীক্ষা নিরীক্ষা শেষে চূড়ান্ত ভাবে রিপোর্ট কমিশনে পেশ করব।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে