রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩২ এএম

শেয়ার করুন:

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

নৌ দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


জানা গেছে, কুয়াশার কারণে রাত ১০টার পর থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

প্রতিবছর শীতের সময় ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়। এবার শীতের মৌসুম শুরুর পর থেকে ইতোমধ্যে বেশ কয়েকদিন ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছিল।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর