শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

প্রক্সি দিয়ে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় পাস, মৌখিকে গিয়ে ধরা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮ এএম

শেয়ার করুন:

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস, মৌখিকে গিয়ে ধরা
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অন্যের মাধ্যমে পরীক্ষা দিয়ে লিখিততে পাস করলেও মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়েছেন আবু হুরাইরা (২৭) নামে এক পরীক্ষার্থী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক মোটরসাইকেল দোকানের ম্যানেজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক (নাহিদ) জানান, আবু হুরাইরা মৌখিক পরীক্ষার সময় স্বাক্ষর করতে পারছিলেন না। কিন্তু লিখিত পরীক্ষায় তার স্বাক্ষর রয়েছে। এতে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কখন নিজে পরীক্ষা দেয়নি বলে স্বীকার করেন।

শহরের কাউতলীস্থ হোন্ডা গ্যালারি নামক মোটরসাইকেল শোরুমের ম্যানেজার সাইদুল ইসলামের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স পেতে ১২ হাজার টাকায় চুক্তি করে বলে জানান তিনি। তবে তার লিখিত পরীক্ষা কে দিয়েছেন সেটি তার জানা নেই। এ তথ্যের ভিত্তিতে ওই শোরুমে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত সাইদুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং আবু হুরায়রাকে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও লাইসেন্সের জন্য আবু হুরায়রার কাছ থেকে নেওয়া ১২ হাজার টাকা ফেরত দেওয়ার জন্যে সাইদুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়।

আবু হুরাইরা সদর উপজেলার শিলাউড় গ্রামের মানিক মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ'র পরিদর্শক মো. মহসীন জানান, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ২৭৩ জন অংশ নেয়। এর মধ্যে ১৫৩ জন উত্তীর্ণ হলে তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। মঙ্গলবার এই পরীক্ষা সম্পন্ন হয়।

প্রতিনিধি/এমআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর