চট্টগ্রামের সীতাকুণ্ডে আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে দুইজন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কৌট্টা বাজার এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেলে এক ব্যবসায়ীসহ দুইজন নিহত হন। আহত হন শিশুসহ দুইজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজ্ঞাপন
নিহতরা হলেন-দোকানের মালিক আব্দুল মানিক এবং জেসমিন আক্তার। আহতরা হলেন- জেসমিন আক্তারের দুই বছরের শিশু মোহাম্মদ ইব্রাহিম এবং সানজিদ হোসেন (২০)। নিহত আব্দুল মানিক ও আহত সানজিদ হোসেনের বাড়ি কৌট্টা বাজার এলাকায়। জেসমিন আক্তারের বাড়ি বড় কুমিরা এলাকায়।
এর আধা ঘণ্টা পর সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় লরির ধাক্কায় চান মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত চান মিয়া মাদামবিবিরহাট নেভি গেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে চট্টগ্রামমুখী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে কৌট্টা বাজার এলাকায় প্রথমে জেসমিন আক্তার ও তার ছেলে এবং পথচারী সানজিদকে ধাক্কা দেয়। পরে পিকআপটি আসবাবপত্র তৈরির দোকানে ঢুকে যায়। সেখানে দোকানি আব্দুল মানিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জেসমিন ও আব্দুল মানিক নিহত হন।
সন্ধ্যা সোয়া সাতটার দিকে চৌধুরীঘাটা এলাকায় ঢাকামুখী মহাসড়কে একটি মোটরসাইকেলকে কেডিএস লজিস্টিকের একটি লরি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চান মিয়া নামে একজন নিহত হন। পরে পরিবারের সদস্যরা থানায় এসে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের জন্য আবেদন করলে তাদের লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় ঘাতক পিকআপ ও লরি আটক করে হাইওয়ে থানায় নিয়েছেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এমআর