রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

জেলা প্রশাসকের সহায়তায় আশিক হাসানের মেডিকেল ভর্তি নিশ্চিত

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

জেলা প্রশাসকের সহায়তায় আশিক হাসানের মেডিকেল ভর্তি নিশ্চিত

গোপালগঞ্জ মেডিকেল কলেজে সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী আশিক হাসানকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। টাকার অভাবে আশিকের ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল, কিন্তু জেলা প্রশাসনের সহায়তায় তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে আশিক হাসানের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন।

আশিক হাসান বলেন, ‘ছোট থেকেই আমি মেডিকেলে পড়ার স্বপ্ন দেখতাম। গোপালগঞ্জ মেডিকেল কলেজে ভর্তির জন্য চূড়ান্ত হলেও টাকার অভাবে ভর্তি হতে পারছিলাম না। পরে জেলা প্রশাসন আমার ভর্তির জন্য আর্থিক সাহায্য করেছে। যেভাবে সবার সহযোগিতা পেয়েছি, আমিও ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হয়ে অন্যদের সহযোগিতা করতে চাই।’


বিজ্ঞাপন


আশিক হাসানের বাবা রেজাউল ইসলাম, যিনি কৃষিকাজ এবং দিনমজুরের কাজ করে সংসার চালান, বলেন, ‘অভাব-অনটনের মধ্যেও আশিককে পড়ালেখা করিয়েছি। এখন সে মেডিকেল কলেজে ভর্তি হবে, এটি আমাদের জন্য বড় অর্জন। আমি চাই, আশিক যেন ভবিষ্যতে অন্যদের উপকারে আসে।’

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বলেন, ‘আশিক হাসান মেধাবী শিক্ষার্থী হলেও টাকার অভাবে দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি নজরে আসার পর আমরা তার ভর্তিসহ আনুষাঙ্গিক খরচের জন্য সহায়তা করেছি। ভবিষ্যতেও জেলা প্রশাসন তার পাশে থাকবে। শুধু আশিকের ক্ষেত্রেই নয়, জেলার অন্যান্য মেধাবী শিক্ষার্থীদেরও যেকোনো প্রতিবন্ধকতা দূর করতে আমরা সাহায্য করব।’

আশিক হাসান জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক সোনারপাড়া মহল্লার রেজাউল ইসলামের ছেলে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর